অন্ধ যখন কাঁদে

অন্ধ যখন কাঁদে

যদি চলে যাও, দরজা টেনে যেও;
চাইনা অন্যেরা আর আসুক।
শোনো, মেঝেতে পড়ে চোখ ভাসাচ্ছি;
মাতাল না মৃত ঠিক জানি না।
আমি অন্ধ, আমি অন্ধ, আমার দুনিয়া বিবর্ণ;
যখন অন্ধ কাঁদে, প্রভু তুমি জানো তা দুঃখগাথা নয়।

 

এক বন্ধু পেয়েছিলাম, কোন এক ঘরে;
সময়টুকু সুন্দর ছিলো, তবে পলকেই শেষ হয়ে যায়।
এক দুঃসময়ে ঘরে, যা হয়েছিলো তার কারন ছিলো।
আমি অন্ধ, আমি অন্ধ, এখন আমার ঘর শূন্য;
যখন অন্ধ কাঁদে, প্রভু তুমি জানো তা প্রাণ প্রসূত।

 

 

If you’re leaving, close the door
I’m not expecting people, anymore
Hear me grieving, lying on the floor
Whether I’m drunk or dead, I really ain’t too sure
I’m a blind man
I’m a blind man
And my world is pale
When a blind man cries
Lord, you know
There ain’t a sadder tale

Had a friend once, in a room
Had a good time, but it ended much too soon
In a cold month, in that room
We found a reason, for the things we had to do
I’m a blind man
I’m a blind man
Now my room is cold
When a blind man cries
Lord, you know
He feels it from his soul

*ডীপ পার্পল (Ian Gillan / Ian Paice / Jon Lord / Ritchie Blackmore / Roger Glover) থেকে নেওয়া।

Photo: ahmed adly
ক্লান্ত আবেগেক্লান্ত আবেগেক্ষতি কি তাতেক্ষতি কি তাতেক্ষতি কি তাতেতোমারই অতলেতোমারই অতলেসত্য পরম্পরাসত্য পরম্পরাঅথবা অবশেষেঅথবা অবশেষেবিকশিব প্রীতিডোরবিকশিব প্রীতিডোরইচ্ছের দাগইচ্ছের দাগগর্ভপাতের দায়গর্ভপাতের দায়গর্ভপাতের দায়এপিটাফে নামএপিটাফে নামমহাকালের মতোমহাকালের মতোজ্বলে ওঠা যৌবনজ্বলে ওঠা যৌবনওদের ঠোঁট থাকে নাওদের ঠোঁট থাকে নাঅধিকার নিয়ে পাশেঅধিকার নিয়ে পাশেআমাদের আছেআমাদের আছেতৃষ্ণার মৃত্যুতৃষ্ণার মৃত্যুসের দরে সুখসের দরে সুখকখনো যদিওকখনো যদিওঅদেখা নিয়তি পানেঅদেখা নিয়তি পানেকঙ্কালে অনুরণনকঙ্কালে অনুরণনমগজের গভীরেমগজের গভীরেঈশ্বর খুঁজি আমিঈশ্বর খুঁজি আমিঅভিমান নিয়ে পাড়িঅভিমান নিয়ে পাড়িমেটাফোর জ্বলেঅশ্রু নিবিড় পারাবারআমার মাংসে রক্তেআমার মাংসে রক্তেঅমোঘ নিয়মেঅমোঘ নিয়মেঅভিশাপে না থেকে রওঅভিশাপে না থেকে রওদেবতা বীর্যেদেবতা বীর্যেসেসেবাঁধতে চেয়েছিবাঁধতে চেয়েছিএকলব্য ইচ্ছেএকলব্য ইচ্ছেবুঝাই কেমনেবুঝাই কেমনেপাথর নয়নপাথর নয়নকখনো রেবতীকখনো রেবতীবিদেহী শ্বাসের সন্ধ্যেবিদেহী শ্বাসের সন্ধ্যেজন্ম লক্ষ্যজন্ম লক্ষ্যযিশু যন্ত্রণাযিশু যন্ত্রণাSomewhere SalvationSomewhere Salvationদুঃখ কষ্ট ক্লান্তিদুঃখ কষ্ট ক্লান্তিপ্রিয় আমিপ্রিয় আমিকতটা হলে?কতটা হলে?রঙ্গিন রিক্ততারঙ্গিন রিক্ততাUrgent DemandUrgent Demandতুমি আমার মতোতুমি আমার মতোসাধ ও সাধকসাধ ও সাধকঈশ্বর রবে নির্বিকারঈশ্বর রবে নির্বিকারযে পথ বৃত্তাকারযে পথ বৃত্তাকারদিওনা ফিরায়েদিওনা ফিরায়েঅর্ঘ্য অধিকারঅর্ঘ্য অধিকারYes I doYes I doদ্বিগুণদ্বিগুণঅর্পিতাঅর্পিতাআমি তুমি আমাদেরআমি তুমি আমাদেরসে আমারসে আমারজল তরী ব্যবধানজল তরী ব্যবধানঅব্যয় আশুতোষঅব্যয় আশুতোষযাব তার সাথেযাব তার সাথেআকাশ ভালোবাসাআকাশ ভালোবাসাভয় ভেঙ্গে ভালবেসেভয় ভেঙ্গে ভালবেসেতবু মিশে রওতবু মিশে রওশঙ্খ সরব আর্তনাদশঙ্খ সরব আর্তনাদপ্রশ্নের পরাজয়প্রশ্নের পরাজয়আবেগের গতিআবেগের গতিঋণ শোধঋণ শোধকেউ বোঝে নাকেউ বোঝে নাঅন্তর অবিনশ্বরঅন্তর অবিনশ্বরচাই ভালোবাসাচাই ভালোবাসাজন্মদিনজন্মদিনশ্বেত সংকল্পশ্বেত সংকল্পপরিত্যাক্ত পরিনতিপরিত্যাক্ত পরিনতিবিশ্বাস বিষবিশ্বাস বিষতোর ইচ্ছেমতোতোর ইচ্ছেমতোদেবতার পাপদেবতার পাপচাঁদ কলঙ্কচাঁদ কলঙ্কছায়া ছাড়ে নাছায়া ছাড়ে নাঅন্ধ করে দাওঅন্ধ করে দাওস্মৃতির সত্যতাস্মৃতির সত্যতাচাতক চোখের জলচাতক চোখের জলশাশ্বত পরিচয়শাশ্বত পরিচয়তুমি আমিতুমি আমিস্বর্গ দ্বারে অনাহূত ২স্বর্গ দ্বারে অনাহূত ২কি দেবো তোমায়কি দেবো তোমায়স্নিগ্ধ কাঠগোলাপস্নিগ্ধ কাঠগোলাপনিঃস্বের নিঃসঙ্গতানিঃস্বের নিঃসঙ্গতাস্নেহময় সম্মোহনস্নেহময় সম্মোহনলাশের প্রাণলাশের প্রাণসনাতন সুন্দরেসনাতন সুন্দরেঅলক্ষ্যে অপেক্ষাঅলক্ষ্যে অপেক্ষাঅন্ধ যখন কাঁদেঅন্ধ যখন কাঁদেAll aloneAll aloneএখনি সময়এখনি সময়Together ForeverTogether Foreverভয়ের ভুলেভয়ের ভুলেসত্যে কেন ভয়সত্যে কেন ভয়ওরা খায়ওরা খায়ভালোবাসি প্রকৃতিভালোবাসি প্রকৃতিঅনুভূতি Untitledঅনুভূতি Untitledশান্ত বিরহশান্ত বিরহকফিনের শেষ গোলাপকফিনের শেষ গোলাপহারিয়ে ফেলেছি নিজেরেহারিয়ে ফেলেছি নিজেরেমনেপড়ে খুবমনেপড়ে খুবআমায় ডাকিছে তারাআমায় ডাকিছে তারাLet me take care ofLet me take care ofমহাকালের ডাকমহাকালের ডাকপার্থিব প্রাপ্তিপার্থিব প্রাপ্তিThe tale of a numbThe tale of a numbস্বর্গ দ্বারে অনাহূতস্বর্গ দ্বারে অনাহূতOr Let me die smoothOr Let me die smoothসমতল ঢেউসমতল ঢেউএকটি বিকেল আর দু'পিস পারুটিএকটি বিকেল আর দু'পিস পারুটিমনে নেই ঠিক কখনমনে নেই ঠিক কখন