তুমি আমি
মোরা মিশে বাস্তবে
ও অপলক কল্পনায়,
দ্রবীভূত একাকার
উত্তাল ধমনী ধারায়।
কে ভাঙিবে আকাশ
গড়িবে পৃথক দুটি,
নিঃশ্বাসে একই শ্বাস
অনাদির আদি জুটি।
মোরা সময়ের ব্যবধানে
যাই যত দূরে,
আবর্তে ফিরে আসি
পৃথিবীটা ঘুরে।
এক রবি আমাদের
এক তার আলো,
এক হাতে গড়া মোরা
তুমি আমি ভালো।
এক সুরে গাথা শুনি
হৃদয়ের গান,
দুই দেহে অভিন্ন
বাঁচি এক প্রাণ।
Photo: Mike Giles