ক্লান্ত আবেগে
ক্ষণিকের কিছু অনেকের ভিড়ে
অপ্রিয় যত নিষ্প্রয়োজনে,
প্রকৃতির সুধা প্রাণ অপচয়ে,
অসভ্য আদিম অভ্যেস বশে,
অকারণ আরো, আরো বেঁচে থাকা।
নির্ঘুম রাতের ক্লান্ত আবেগে
বরফ জলের নীরব স্রোতে
ভেসে যায় সময়ের শান্ত ভেলা,
আমার শরীরে ও মনে সংগোপনে,
বালিয়াড়ি মতো বাড়ে অবহেলা।
Photo: Arijit B.