ক্ষতি কি তাতে
অভিমানে যদি
আকাশেতে নিভে
জ্বল-জ্বলে কোনো তারা;
কি ক্ষতি বলো, ক্ষতি কি তাতে?
ছিলো কি কখনো সে – আমাদের সাথে?
তবু আসমান পানে, চেয়ে আনমনে, লাগে দিশেহারা!
যদি যায় পুড়ে
হৃদয়ের দাবানলে
কবিতার কোনো পাতা,
কি হবে বলো, হবে কি তাতে?
বলেছে কি কখনো সে – আমাদের কথা?
তবু ক্ষণে ক্ষণে, মৃদু প্রহসনে, বাড়ে বুকে ব্যাথা।
প্রেমহীন মরে
যায় যদি ঝরে
ছোটো কোনো ঘাসফুল;
কাঁদবে কি কেউ, কেঁদে কি-বা হবে?
কোনো গান গেয়েছে সে – আমাদের স্বরে?
কাঠগড়ে নিজে, ওঠে চোখ ভিজে, মনে পড়ে কিছু ভুল।
যদি বাকিতে বিলায়
আর অকালে ফুরায়
অযাচিত অসময় ডাকে জানাজায়;
দেউলিয়া হয়েছে যে – কি দেবে হাতে?
হেঁটেছে কি কখনো সে – আমাদের পথে?
অনাদায়ী ঋণে, নির্মাতা বিনে, কারোকিছু নাই আসে যায়।
Artwork: HeleNa AkhtEr LayZu