তোর ইচ্ছেমতো
হতে পারি নাবিক আমি
ভাঙ্গা মাস্তুল নায়ে,
হাঁটতে রাজি শুন্য পায়ে
তপ্ত মরূদ্যানে,
সখ-বৈরাগ্য ছুড়ে ফেলে
করবো লাভের কারবার,
তোর ইচ্ছেমত অভিসারে
ডুববো গহীন বারবার।
সাজিস যতই বহুরূপী
মিথ্যে অভিমানে,
(তোর) রূপ দেখেছি সৎ-সুন্দর
সান্ধ্য রবির আঁচে।
কালি কলম ফুরোর সবি
ফুরোয়না প্রেমের ঘ্রাণ,
অবহেলা যতই করিস
বাড়ে হৃদয় টান।
পাহাড় চুড়োয় চল দু’জনে
ছুঁই স্বপ্নশীতল মেঘ,
(আয়) ডুবসাতারে মুক্তো কুড়োই
অতল সমুদ্র তলদেশ।
অপেক্ষায় শিববক্ষ মহাপ্রলয় ধারে,
পদস্পর্শে দেবী তুই ধন্য করিস মোরে…!
Photo: Simon Hattinga Verschure