বুঝাই কেমনে
আপন আত্মার তৃষ্ণা মেটানো খুব জরুরী,
নইলে অবসাদ এসে জবাব চাইবে ক্ষণে ক্ষণে;
নিশ্চিত জেন তখন পাশে থাকবে না কেউ,
যাদের কাছে এতকাল তুমি প্রয়োজয় ছিলে।
আর যাদের স্নেহ করেছো শুধুই করুণার দায়ে,
হ্যাঁ সেই অবহেলিত-উপেক্ষিত ছায়ামূর্তি গুলো
হারিয়ে যাবেনা, সঠিক সময়ে তারাই ফিরবে
প্রতিদান হাতে, অস্পষ্ট অবয়ব হয়ে সঙ্গ দেবে।
সময় অর্থাৎ জীবন মানুষের শ্রেষ্ঠ পার্থিব সম্পদ
ফুরিয়ে গেলে কখনই কেউ তা পায় না ফিরে।
আর বিশ্বাস অপার্থিব ধন যা সত্য চিন্তায় সুরক্ষিত,
এই দুই দিয়ে আমি ঈশ্বর খুঁজি, বুঝাই কেমনে?
সময় অস্থির, বদলে যায়, পবিবর্তন আনে জীবনে;
যে প্রয়োজন চঞ্চল সেতো বিশ্বাস নয়, সে কামনা।
প্রয়োজন ফিরেফিরে আসে, পূর্ণতায় শুন্যে হারায়
কাম-ক্ষুধা-নিদ্রা-তৃষ্ণা পার্থিব দূর্বলতা, বিশ্বাস নয়।
বিশ্বাসের মূল ভিত্তি অন্ধত্ব, সেখানে যুক্তি থাকে না;
যুক্তি-প্রমান নির্ভর বিশ্বাস – বিশ্বাস নয়, তা বিজ্ঞান।
বিজ্ঞান গতিশীল, সিদ্ধান্ত পরিবর্তন বিজ্ঞানের ধর্ম।
লোভী বিশ্বাসী ভূল করে, অবিশ্বাসে আত্মঘাতী হয়,
পরিবারে, সমাজে, দেশে, মনে জঙ্গীবাদ গড়ে ওঠে।
শক্তিশালী বিশ্বাসীর আত্মবিশ্বাস অপেক্ষায় গাঢ় হয়।
Photo: John Hernandez