ভয় ভেঙ্গে ভালবেসে
এসো প্রকৃতির প্রাণে
প্রসন্ন শান্ত সুরে ভেসে ভেসে
পরাজয় ভয় ভেঙ্গে ভালবেসে,
প্রাক্তন অধিকারে অভিযোগ অভিসারে।
কঠিন নয়তো এতো আঁধারের কালো
বিশ্বাস স্বপ্নে চোখ একবার খোলো,
দেখো কতো আলো যুবুথুবু বসে
ঐ ঠোঁটে হাসি দেখবার আশে।
ভুলে সব ভ্রান্তি পথহারা ক্লান্তি
একবুক নিঃশ্বাসে সুখ সুধা শান্তি,
তুলে ধরো দম্ভ নভো নীল আকাশে
ক্ষমা করে লোভ-ক্ষোভ বলি দাও খড়গে।
Photo: Jeremy Bishop