যিশু যন্ত্রণা
আমি,
তোমার ব্যস্ত শহরের বৃদ্ধ ল্যাম্পপোস্ট।
আমার দু’হাত প্রসারিত সম্পর্কের টানে,
আদি অদম্য সব সিগন্যালেরা ছুটে চলে
আমার মাথাভরা জঞ্জাল সংযোগ জটে।
সেই সব অবোধ্য সংকেতের সাক্ষী হয়ে
সময়ের তালে বাড়ে-বোঝা বয়সের ভার।
স্বার্থের স্তুপ ভর করে ক্লান্তি কাছে আসে
মৃত, কাল মাস বছরের ঘাট ছুঁয়ে ছুঁয়ে…!
আমার,
এই শিরদাড়া জড়িয়ে জাগে যিশু যন্ত্রণা,
তবু ধর্মহীনে জুটবে না ক্রুশ অবলম্বন;
আর অধরাই রয়ে যাবে, সে পবিত্র করুণা।
জন্মেছি একা আমি প্রেমহীন মিলনের পাপে,
আমার ঈশ্বর পিতা নেই, না নেই কোনখানে!
আমি,
মায়াজালে জড়িয়ে হেলে পড়ি সুবিধার পাশে;
আমার,
হতাসার হাসি – ধুলো লুটোপুটি, বঞ্চিত বামে।
Photo: Juhasz Imre