আমি তুমি আমাদের
আমি যোগী,
যোগ করি রবি-রাজত্ব সাথে
জমিদারি হারা ঝোলাগুড় পারুটির স্বাদ;
আমি ভোগী,
ভাগ হয় বার্মা মানুষের মাটি
তুলে সমাজের খাঁজে-ভাঁজে ধর্মের বাঁধ।
তুমি সুখী,
সুখে আছো পোশাকের শুভ্রতা নিয়ে
ঠোঁটে পাঠাবলি রক্ত পুণ্যের দাম;
তুমি দেবী,
দক্ষিণা ঋণে মাতো দীন উল্লাসে
দেবতার প্রেম সয় যতো অপমান।
আমরা আছি,
আমাদেরো আছে কিছু চিন্তার ভেদ
Just প্রকৃতির খেয়ালে সময়ের ছেদ;
আমার, পরিনতি হবে তুমি – আমি হবো রাজা
আমাদের, একাকার সত্ত্বায় জ্ঞান দেবে ছায়া!!
Photo: Jessica Lewis